বিতারিত শয়তান থেকে আল্লার কাছে আশ্রয় চাইছি,
পরম করুনাময় ও দয়ালু আল্লার নামে শুরু করছি।


বল, হে অবিশ্বাসীরা আমি  করছিনা
তার , তোমরা করছো যার উপাসনা ,          ১ , ২
এবং তোমরা করনা উপাসনা তার
নিশঙ্কচিত্তে সতত আমি করি যার  ।                ৩
আমি নই তার অন্ধ উপাসনাকারী
সতত করে আসছো যার তোমরাই  ,              ৪
আর উপাসনা করছো তোমরা যার
উপাসনাকারী  হব নাহি’আমি তার ‘।              ৫
তোমাদের কর্মফল তোমাদের জন্য ,
আমার কর্মের ফল আমারই জন্য ।                 ৬



সূরা আল কাফেরূন ইসলামের ধর্মীয় গ্রন্থ আল কোরআনের  ১০৯ তম সূরা ,
সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৬ , রুকু বা অনুচ্ছেদ এক ।


এ সূরা সম্পর্কৃত কিছু কথা---
এটি ইসলামের উত্থানের মুহূর্তে অবতীর্ণ হয়েছে যখন সংখ্যায় অবিশ্বাসীদের তুলনায় মুসলিমরা সংখ্যালঘু এবং মুহাম্মদ ( দঃ )  প্রবল চাপের মধ্যে ছিলেন। অবিশ্বাসীরা তাকে তাদের ধর্মের (মূর্তিপূজা ও ইসলাম পরিপন্থী কার্যক্রম) পথে ডাকার চেষ্টা করলে তিনি কোনপ্রকার দ্বন্দ্ব ছাড়াই প্রত্যাখ্যান করেন এবং তাদের হতাশার মাঝে ফেলে দেন ।
হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়ায়েল, আসওয়াদ ইবনে আবুদল মোত্তালিব ও উমাইয়া ইবনে খলফ প্রমুখ মক্কার বিশিষ্ট ব্যক্তিদের কয়েকজন একবার রসূলুল্লাহ্‌ - এর কাছে এসে বললঃ আসুন, আমরা পরস্পরের মধ্যে এই শান্তি চুক্তি করি যে, এক বছর আপনি আমাদের উপাস্যদের এবাদত করবেন এবং এক বছর আমরা আপনার উপাস্যের এবাদত করব।
তাবরানীর রেওয়ায়েতে হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, কাফেররা প্রথমে পারস্পরিক শান্তির স্বার্থে রসূলুল্লাহ্‌ - এর সামনে এই প্রস্তাব রাখল যে, আমরা আপনাকে বিপুল পরিমাণে ধনৈশ্বর্য দেব, ফলে আপনি মক্কার সর্বাধিক ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন। আপনি যে মহিলাকে ইচ্ছা বিবাহ করতে পারবেন। বিনিময়ে শুধু আমাদের উপাস্যদেরকে মন্দ বলবেন না। যদি আপনি এটাও মেনে না নেন, তবে এক বছর আমরা আপনার উপাস্যের এবাদত করব এবং এক বছর আপনি আমাদের উপাস্যদের এবাদত করবেন।
আবু সালেহ্‌-এর রেওয়ায়েতে হযরত ইবনে আব্বাস বলেনঃ মক্কার কাফেররা পারস্পরিক শান্তির লহ্ম্যে এই প্রস্তাব দিল যে, আপনি আমাদের কোন প্রতিমার গায়ে কেবল হাত লাগিয়ে দিন, আমরা আপনাকে সত্য বলব। এর পরিপ্রেহ্মিতে জিবরাঈল ( বার্তাবাহক ফেরেশতা ) সূরা কাফিরূন নিয়ে আগমন করলেন। এতে কাফেরদের ক্রিয়াকর্মের সাথে সম্পর্কচ্ছেদ এবং আল্লাহ্‌ তা'আলার অকৃতিম এবাদতের আদেশ আছে।


   কাফের শব্দটি এসেছে ইহুদি ধর্ম থেকে। ইহুদিদের মধ্যে যারা ইহুদিবাদের বিরোধী তাদের কোফার বলা হয়ে থাকে। কোফার হচ্ছে ইহুদী ধর্মদ্রোহী। যারা কোফার তারা কেফিরা করে মানে তারা ইহুদী ধর্মদ্রোহী। Heresy in Orthodox Judaism - Wikipedia
হিব্রু এই শব্দ থেকে আরবীতে কাফের ও কুফর এই শব্দ দুটি এসেছে। হিব্রু ও আরবী ভাষা অনেকটা কাছাকাছি হওয়াতে হিব্রু ও আরবী ভাষার মধ্যে মিল পাওয়া যায়।
ইসলামে কাফের শব্দের অর্থ জেনে শুনে ইসলামে অবিশ্বাস করা। মানে আপনি জানেন ইসলাম সত্যি তবুও আপনি জেনে শুনে ইসলামে অবিশ্বাস করেন। তাই আপনি কাফের। যার কাছে ইসলামের বানী গিয়েছে কিন্তু ইসলাম গ্রহন করতে অস্বীকার করেছে সে কাফের।
কাফের হচ্ছে সে যে কিনা ইসলামের বানী সত্য জেনেও অস্বীকার করে এবং মুসলমানদের ক্ষতি সাধন করে। সাধারন অমুসলিমেরা কাফের না।