বিতারিত শয়তান থেকে আল্লার কাছে আশ্রয় চাইছি,
পরম করুনাময় ও দয়ালু আল্লার নামে শুরু করছি।


বল, আমি আশ্রয় চাই মানুষের
পালনকর্তার কাছে ,               (  ১ )
আশ্রয় চাই মানবজাতির মালিক   ( ২ )
আর মাবুদের কাছে  ।              ( ৩ )
আশ্রয় চাই কুমন্ত্রণা  দাতা, আত্ম-
গোপনকারীর অনিষ্ট থেকে  ,       ( ৪ )
কুমন্ত্রণা দেয় যে মানুষের অন্তরে   ( ৫ )
জ্বিন ও মানুষের মধ্য থেকে।        (৬ )



ইসলাম তথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরান এর সর্বশেষ অর্থাৎ ১১৪ তম সূরা আন নাস  যার অর্থ মানবজাতি , সূরাটি মাদনী সূরা এর ছয়টি আয়াত মুলত এটি শয়তান তথা পথভ্রষ্ট জ্বীন ও মানুষের হাত থেকে বাঁচার প্রার্থণার সূরা বলা হয়, সূরাটিকে বাংলা কবিতার ছন্দে ( স্বরবৃত্ত ) অনুবাদের চেষ্টা করলাম।