আমার ভেতরের তারুণ্য আমাকে তাড়া দেয়,
কেবলই সে মুক্তির স্বাদ পেতে চায়;
মানবেনা সে কোন বিধি নিষেধ,
শুনবেনা কারও কথা,
সে শুধু সামনে এগিয়ে যেতে চায় ।
কত আর সইবে দহন ?
কত সইবে প্রবঞ্চনা !
প্রত্যাশা তার একটাই , দূর হোক বঞ্চনা ।
শোষণের শৃংখল ভেঙ্গে
শোষিতের পাশে থাকতে চায়,
তারুন্যের উদ্দামতায়
মানবতা যেন মুক্তি পায় ।