আমাদের মহল্লার ছোট ভাই ফজলু ,
তার আরও দুই ভাই বজলু ও জগলু ;
তিন ভাই মিলে করে কপড়ের ব্যবসা ,
মনে তাদের অনেক লাভের আশা ।
লাভ হলে ফিসফাস সবকছু ঠিকঠাক ,
লোকশানে তিন ভাই করে হাকডাক ;
ভালই চলছিল তাদের ব্যবসা কিছুদিন ,
সম্পদ ফুলেফেপে উঠছিল দিনদিন ।
একে একে তিন ভাই করলো বিয়ে ,
পছন্দ করে আনে তারা গাঁয়ের মেয়ে ;
তিন ভাই করে বিয়ে একই বাড়ীতে ,
ভাবলো মিলেমিশে থাকবে শান্তিতে ।
বিয়ের পর তিন বউ শুরু করে ঝগড়া ,
বেড়ে গেল ভাইদের ব্যবসার বখরা ;
এরপর ব্যবসায় কারও মন বসছিলনা ,
স্বার্থের দ্বন্দ্বে ব্যবসা আর চালছিলনা ।
ব্যবসা ছেড়ে করে তারা নিজের ধান্দা ,
অবশেষে শুরু হলো ব্যবসায়িক মন্দা ;
ভেঙ্গে হল চুরমার একান্নবর্তী পরিবার ,
ভাই অন্তঃপ্রাণ তিনভাই করে হাহাকার ।