জোৎস্নায় ভরা ছিল সেই সোনাঝড়া রাতে,
মেঘমুক্ত আকাশে ছিল তারার মেলা ;
ঝিরিঝিরি হাওয়া বইছিল চারিদিকে,
জোনাকীরা চারপাশে করছিল খেলা ।
সেইক্ষণে তুমি এলে আমার কাছে
কালো চুলের সর্পিল দুটি বেনী দুলিয়ে,
তুমি এসে আমায় কাছে টেনে নিলে
ভালবাসলে উষ্ণ প্রেমের পরশ বুলিয়ে ।
না পাওয়ার কথা শুনতে শুনতে আমি ছিলাম ক্লান্ত,
প্রেমহীন কেটেছে আমার দীর্ঘকাল ;
একই মোহনায় নোঙ্গর ফেলে বসে ছিলাম,
ভেবেছিাম থাকবো অনন্তকাল ।
তুমিহীনা কেটেছে আমার দীর্ঘকাল
হৃদয়ে জেগেছে বারবর বিরহের হাহাকার,
তুমি আসবে কাছে টানবে ভালবাসবে
এমনই ছিল তোমার অঙ্গীকার ।
তোমায় ঘিরে অনেক দিনের স্বপ্ন আমার
কাছে পেলে রখবো বেঁধে প্রেমের বাহুডোরে,
ফিরে পেয়ে আজ তোমায় হারাতে চাইনা আর,
প্রিয়া ওগো আমায় ছেড়ে, আর যেওনা দূরে সরে ।