বস্তি ঘরে জন্ম যার
পথে হল তার ঠাই,
আদর করে দিয়েছি
নামটি তার টোকাই।


দুঃখের জীবন তার
জন্মে দেখেছে অভাব,
পথে পথে থেকে তার
বদলে  গেছে স্বভাব।


কঠিন চলার পথ
পারি দিতে হয় একা,
যেতে হয় বহুদূর
হোক যত আকাবাকা।


ক্ষুধা তৃষ্ণা হাহাকার
সবকিছু করে জয়,
অবহেলা ঘৃনা সয়ে
এগিয়ে যেতেই হয়।


নষ্ট জীবন যৌবন
হয় কত রক্ত ক্ষয়,
বিষবৃক্ষ হয়ে হায়
তবুও সে বেঁচে রয়।