মধুমিতা নাম দিয়েছিলাম তোমার ,
ভালবেসেছিলাম, তোমায় লাইলী ভেবে মজনু হয়েছিলাম ;
তোমার চোখে চোখ রেখে বলেছিলাম , ভালবাসি !
তুমি হ্যা  বা না কিছুই বলোনি ,
আমি মৌনতাকে সম্মতি ভেবে প্রেমের নোনাজলে ভেসেছি ।
মধুমিতা নাম দিয়েছিলাম তোমার,
ভালবেসেছিলাম , যেন শিরির প্রেমে পাগল ফরহাদ
তোমার হাতে হাত রেখে বলেছিলাম , ভালবাসি !
তুমি নির্বাক চোখে  আমায় দেখেছিলে
আমি মৌনতাকে সম্মতি ভেবে বৃথাই উতলা হয়েছি।
মধুমিতা নাম দিয়েছিলাম তোমার,
ভালবেসেছিলাম , তোমাকে ভালবেসে আমার কিছুই আগের মত নেই
চোখে ঘুম নেই , ক্ষুধামন্দায় কাটাই  সারাদিন
হৃদয়ে যেন বরফ গলা জলস্রোত বইছে অবিরাম  
তোমার নিরবতা যেন বিমূর্ত বিরহের তপ্ত দহন ।
আজ এই সকালবেলায় কী নির্মল নীল  আকাশ,  
মেঘমুক্ত ঐ  আকাশের দিকে তাকিয়ে বলতে ইচ্ছে হয়
আর আমায় কষ্ট দিওনা মধুমিতা ,
তোমার  উজ্জ্বল অপরূপ মুখখানা তুলে একবার বলো
ভালবাসি , শুধু একবার !
আমি হায়নার ছোবল এড়িয়ে কাটাতারের বাধা পেরিয়ে
উন্মত্ত স্বৈরাচারের হাত থেকে ছিনিয়েে এনে দেব
এক মুঠো স্বস্তির নিঃশ্বাস