কোথায় তোমার ঘর বন্ধু
কোথায় তোমার ঠিকানা,
কোন বাগানের ফুল তুমি
সে তো আমার অজানা।
তোমায় দেখে হলাম আমি
বোবা বধির কানা ।।
তুমি যখন কাছে থাক
লাগে ভিষণ ভালো,
আঁধার কেটে ছড়িয়ে পড়ে
পূর্ণ চাঁদের আলো।
এত কাছে এলে তবু
তোমার নামটি অজানা,
তোমায় দেখে হলাম আমি
বোবা বধির কানা।
তুমি আমার স্বপ্নে দেখা
রূপকথার রাজকন্যা,
চোখের আড়াল হলে যে তাই
বহে অশ্রু বন‍্যা।
তোমায় আমার কাছে পেতে
সয়না কোন বাহানা,
তোমায় দেখে হলাম আমি
বোবা বধির কানা।