ত্রিশ বসন্ত আগে বসন্তেরই কোন সন্ধ‍্যায়
তোমার নরম দুটি হাত ধরে বলছিলেম
ভুলে যেও আমায়,আমিও ভুলে যাব ;
ভুলতে কি পেরেছো আমায়? আমি তো পারিনি!
ভুলতে পারনি আজও সেই স্মৃতি, নরম ঘাসের বিছনায় শুয়ে
রাতের আকাশের তারা গোনা কিংবা
ঘাস ফড়িং ধরতে যেয়ে
দুজন দুজনকে জড়িয়ে ধরার সেই মধু ক্ষণ।
ভুলতে পারনি শ্রাবণের বৃষ্টিতে ভেজা তোমার তনুশ্রী
শীতের সকালে শিশির ভেজা পথ পেরিয়ে আসতে আমার কাছে,
আমি মুগ্ধ নয়ন মেলে শুধু তোমাকেই দেখতাম।
নক্ষত্র খচিত আকাশ জ্যোৎস্না ভরা রাত, ঝলমল করছিল পূর্ণিমার চাঁদ,
তারই আলোয় দেখেছিলাম তোমায়, যেন
বেহেস্তের বাগান থেকে নেমে আসা কোন এক পরী!
তুমি আমার প্রথম প্রেম, প্রাণের মধু মিতা।
ঝড় বৃষ্টির দিনে উতুঙ্গ বাতাস যখন তোমার বুকের ওড়না
উড়িয়ে নিয়ে যেত, আমার ভিষণ হিংসে হত ;
দিতাম বাতাসের সনে আড়ি!
পৃথিবীর এই ব‍্যাপ্ত প্রান্তরে দু জন দু দিকে আজ জীবনের
বাস্তবতাকে মেনে, জটিল সমীকরণের সমাধান খুঁজতে
খুঁজতে ক্লান্ত! প্রেমের আবেগ আজ শুধু স্মৃতি।
হৃদয়ের সব কটি কোনে আজ শুধু শূন‍্যতা, বিচ্ছেদের যন্ত্রণা।
বলেছিলাম ভুলে যেও, ভুলতে কি পেরেছো?
আমি তো পারিনি।


৪ঠা মে ২০১২ইং
জীবনের পঞ্চাশ বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তীর
দিনে প্রথম প্রেম স্মরণে লেখা।