এই শহরের ছোট্ট এক এপার্টমেন্টে
তোমার আমার বাসা,
নিত্য হেথা খেলা হয় ছলনার
বিনিময় হয় ভালবাসা।
পরস্পরের সাথে  মিশেছি কপোত কপোতী সম
দেখেছি  জীবনের আলোড়ন—
কখনও হেসেছি কখনও কেঁদেছি কখনও আভিমানে
পাল্টে ফেলেছি সম্বোধন !
মধ্যবিত্ত  বেদনা বুকে চেপে রেখে
সুখে থাকার করে আছি ভান,
বিষাদময় হতাশার কালোছায়া ঘিরে থাকে
তোমার আমার দুটি প্রাণ ।
তবু মোরা আজও আছি একসাথে
অনেক বেদনা নিয়ে,
নয়া প্রত‍্যাশায় বুক বেধে থাকি দুজনে
নবজাতকের পানে চেয়ে।