যখন তুমি ভালবেসে কাছে টেনে নিলে আমায়,
ক্লান্তি যা  ছিল আমার নিমিষেই তা হলো বিদায় ;
যা ছিল অজানা দূর বহুদূর রবে না তা অনাগত,
যা ছিল কঠোর, নিষ্ঠুর তা’র সাথে দন্দ্ব অবিরত ।


ওগো প্রিয়া তোমার ছোঁয়ায় কাপে আমার হিয়া ,
ভয় পেওনা সখী যাবনা কখনও তোমায় ছাড়িয়া ;
দূরে থেকে ছলনার ছলে তুমি পার ফাঁকি দিতে,
তবু পথ ছাড়বনা, দেবোনা তোমায় চলে যেতে ।


তুমি আমায় নিঃশ্ব করেছো দিয়েছো অনেক গঞ্জনা,
ভালবেসে তোমায় আমি সয়েছি অনেক যাতনা ;
অবশেষে পেয়ছি খুজে তোমার হৃদয় নদীর তীর
দুজনে আমরা বেঁধেছি আজ ছোট্ট সুখের নীড় ।


এখানে আছে বুকভরা ভালবাসা আছে বিশ্বাস ,
তুমি আমি প্রীয়বন্ধু এখানে  নই কেউ কারও দাস ;
তোমার আমার প্রেমের  বাঁধনে বাঁধা এ সংসার ,
ভূল করেও দিওনা আঘাত ভেঙ্গোনা অঙ্গীকার ।