জানি আমার কাছে এসে, আমায় ভালবেসে
প্রত্যাশা পূরণ হয়নি তোমার ;
তোমার স্বপ্ন ছিল কোন  এক সুপুরুষ
এসে প্রেমের মালা নেবে তোমার !
স্বপ্ন তোমার স্বপ্ন ই রয়ে গেল বাস্তবে
আমি এলাম জীবনে তোমার ,
হতাশায় ভরা মন হতাশায় ঘেরা ফুলশয্যা
ভেঙ্গে গেল হৃদয় তোমার ।
ঠিক বিপরীতে এক অনুভূতি কাজ করেছে
ব্যাকুল কোমল হৃদয়ে আমার ,
প্রথম দেখায় মুগ্ধ হয়েছি, প্রেম এল নিরবে
ভাল লেগেছিল তোমাকে আমার  ।
তোমার উচ্ছল হাসি , সারল্যে ভরা মুখ
করেছিল উতলা হৃদয় আমার ;
প্রেম আমার বি ফলে যায় ফুল শয্যায় ,
ছলনাতে মন ভাঙ্গলো আমার ।
তবুও আমি ভালবেসেছি তোমায় ,
প্রলেপ দিয়েছি তোমার হতাশায় ;
তুমিও রয়ে গেলে কাছে ,
জীবনটা হয়নি মিছে ।
আজ তাই জীবনের পড়ন্ত বিকেলে
তোমার ভালবাসা আমি চাই ,
আমার সব অপূর্ণতা ভরিয়ে দিতে
তোমাকেই যেন কাছে পাই।
জানি এভাবেই কাটবে জীবনের
বাকী দিনগুলো আমার ,
হতাশা দুঃখ বিরহের কষ্ট নিয়ে
বাঁচতে চাই না যে আর ।
প্রেম নিয়ে আজও তুমি আছো দ্বিধায়
পরজন্মে পাই যেন হৃদয় তোমার ।


আজ ১৪ই সেপ্টেম্বর ২০২১ , আমাদের একত্রিশতম
বিবাহ বার্ষিকী তাই কবিতাটি আমার একমাত্র সহধর্মিনী
নাসরিন আহমেদ কে উৎসর্গ করলাম ।