বলি বলি করে ব্ন্ধু মনের সে কথা
আজও বলা হলোনা ,
সে কথাটি বলতে যেয়ে চাঁদের সাথে
দেবনা তোমার তুলনা ।
তুমি কলঙ্কিনী নও নও তুমি অপ্সরা
তুমি যে সুধাময়ী অধরা ,
তোমার মনের লাগাম ধরবো বলে
ঘুরলাম পুরো বসুন্ধরা ।
আসি আসি করেও বন্ধু তোমার
কাছে আসতে পারলামনা ,
দূরে দূরে থেকেও আমি আমার
মনকে বেঁধে রাখলামনা ।
তোমায় দেখে মন যে আমার দিশেহরা ,
তোমার প্রেমে মাতোয়ারা ;
হৃদয়ের সবটুকু প্রেম দিয়ে তোমায় ,
আমি যে হয়েছি সর্বহারা ।
ওগো প্রিয়া তুমি কি তার দাম দিবে না,
কাছে কি আর আসবে না ?
হৃদয় উজার করা প্রেম দিয়ে কি
আমায় ভালবাসবেনা !