অপেক্ষায় কটালাম আমি বহুদিন ,
ভেবেছিলাম আসবে কেউ একদিন ;
জীবনটাকে রাঙাবে সে ভালবাসায় ,
প্রেমের ছোঁয়া লাগবে জীবন খাতায় ।


হয়নি আমার সেই বাসনা পূরণ ,
আজো হয়নি তেমন কারো আগমন ;
অদ‍্যাবদি তাই ওগো হয়নি যে বলা
ভালবেসেছি তোমায় হয়েছি উতলা ।


ভোরের কাঁচা রোদের সোনালী আলোয় ,
প্রত্যাশা ছিল জীবন হবে আলোময় ;
হঠাৎ আসবে বুঝি কেউ প্রিয়া সেজে
সঙ্গী হবে সে আমার সকল কাজে ।


দুপুর গড়িয়ে যায় সাঁঝের বেলাতে ,
প্রেম হয় বিকিকিনি বাণিজ্য মেলাতে ;
জীবনের সব রঙ ফেলেছি হারিয়ে ,
হন‍‍্যে হয়ে প্রেম খুঁজি প্রদীপ জ্বালিয়ে ।


আজও খুঁজে পাইনি সে মানুষটারে ,
ভালবেসেছি তোমায় বলা যায় যারে ;
তবু আমি আছি বসে তার অপেক্ষায় ,
কাছে এসে ভালবাসি বলবে আমায় ।



কবিতাটি ছাত্র জীবনে গদ্য কবিতা হিসাবে লিখেছিলাম , নিজের কাছেই ভাল লাগেনি তাই কোথাও প্রকাশ করেনি , আজ আবার অক্ষরবৃত্ত ছন্দে কবিতাটি সংশোধন করে উপস্থাপন করলাম ।