ভাঙ্গা গড়ার এ কোন খেলা
চলে বিশ্বময় ,
ছিল যে জন অতি আপন
দূরে কেন রয় ।


স্বার্থের লাগি রক্তের বাঁধন
ছিড়ে তারা যায় ,
ভাই, ভাইয়ের বুকে চালায়
ছুরি  অবলীলায়।


কত আশায় মানুষ গড়ে
ছোট্ট সুখের সংসার ,
একটুখানি ভুলে যে তা
ভেঙ্গে হল ছারখার ।