গড়া অত সহজ নয় রে
ভাঙ্গা যত সহজ ,
এক লহমায় ভাঙ্গতে পারে
যেমন ছেঁড়া কাগজ !
অনেক বছর পেরিয়ে যায়
প্রেম বাঁধনে বাঁধতে ,
অনেক যুগ কাটাতে হয়
নতুন সমাজ গড়তে ।
কত কষ্টে গড়ে মানুষ
সাধের ঘর বাড়ী ,
ভূমিকম্প ঝড় বাদলে
যেতে হয় সব ছাড়ি ।
বাবুই পাখী বাসা বাঁধে
কত কষ্ট করে ,
কালবোশেখী ঝড়ো হাওয়ায়
যায় যে ভেঙ্গে চুরে ।
অনেক আশায় নরনারী
গড়ে সুখের নীড় ,
ঢেউ ওঠে ভাঙ্গনের, বিঁধলে
অবিশ্বাসের তীর ।
ভাঙ্গাগড়ার এই যে খেলা
চলছে নিরবধি ,
সৃষ্টির বিধান খন্ডাতে কেউ
পারেনি আজ অবধি ।