জীবন ভর চলছে ভাঙ্গা গড়া খেলা,
অনেক কষ্টে সাজানো সোনার সংসার,
দিক হারিয়ে সে হয়  ভাসমান ভেলা ;
সামান‍্য ভুলে তা ভেঙ্গে হয় ছারখার।


ছন্নছাড়া জীবনের নেই কোন গতি,
তবু তারে অবহেলা  করাতো যায়না ;
জীবন থেমে থাকেনা কাটেনা দুর্গতি,
বয়ে যেতে হয় শুধু গন্তব‍্য অজানা ।


আশা এসে বাসা বাঁধে হৃদয়ের কোনে,
হৃদয়ে সুখ স্বপ্নেরা দেয় হামাগুড়ি ;
ভাল কিছু প্রত‍্যাশায় ছন্দ জাগে মনে ,
ভালবাসার মানুষ খেলে লুকুচুরি।
ভাঙ্গনের সুরে শুধু হারাবার কান্না,
চাওয়া পাওয়া সব হারায় ঠিকানা।