স্বপ্ন দেখি স্বপ্ন ভাঙ্গে
স্বপ্নে বাঁধি ঘর ,
ভাঙ্গা গড়ার খেলার ছলে
আপন হল পর ।
মানবজীবন নয়রে সরল
আছে অনেক গরল ,
সেই গরলের পাকে পড়ে
সুখটা হল বিরল ।
সুখের লাগি মানুষ গড়ে
ছোট্ট সুখের নীড় ,
সে সুখ দেখে হিংসুটেরা
ছোঁড়ে বিষের তীর ।
নদীর একুল ভাঙ্গলে ওকুল
গড়ে একথাটি সত্যি ,
ভাঙ্গলে জোড়া লাগেনা মন
মিথ্যে নয় একরত্তি ।
স্নেহ প্রেম ভালবাসা
সবই হবে মিথ্যে ,
ঠিক সময়ে নৌকার বৈঠা
ব্যর্থ হলে ধরতে ।