জনসমুদ্রে হঠাৎ লেগেছে ভাটার টান,,
যে যার মত পিছু হঠছে সবাই ;
নিমেষে ময়দান ফাঁকা কেউ নাই,
জনারণ‍্যে আজ শুনি শুধু বিরহের গান।


ভাইরাস করোনায় করেছে আক্রমন,
বিশ্বজুড়ে লেগেছে মহামারী
পৃথিবী আজ এক মৃত‍্যুপুরী,
মরনঘাতী ব‍্যাধির হয়েছে সংক্রমণ।


লকডাউনে হল সারা দুনিয়া স্থবির,
ঘুরছেনা অর্থনীতির চাকা ;
বাড়ছে শুধু বেকারের সংখা,
আসছে মহামন্দা সহজে নেই নিস্তার।


ক্ষুদ্র ভাইরাসে তছনছ মানব জীবন,
সভ‍্যতার অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত ;
অন্নের সন্ধানে মানুষেরা ব‍্যস্ত,
সবাই দূরে সরে যায় কাছে আসে মরণ।