মানুষে মানুষে ভেদাভেদ
মানুষের নিজ হাতে তৈরী ,
দ্বন্ধ সংঘাতে লিপ্ত মানুষ
বিশ্ব প্রকৃতিকে করছে বৈরী ।


মানবিক গুনাবলীর স্বল্পতা ,
অনিয়ন্ত্রিত জাঙ্ক খাদ্যাভাস ;
মানুষেরই কর্মের নির্যাস ,
আজকের করোনা ভাইরাস ।


মানুষের লাগিয়া আজ বিশ্বে
এসেছে করোনার মহামারী ,
চিন থেকে আসা এই ভাইরাস
সাড়া বিশ্বে তুলছে আহাজারী ।


ব্যবসায়ী ভাই মজুতদারী
এখনও তুমি করছো হায় !
কে খাবে লাভ যদি তোমায়
ধরে ভাইরাস করোনায় ।


ঘুষ খোরেরা ঘুষ খাওয়া
এখনও কেন ছাড়ছোনা ?
করোনায় ধরলে রক্ষা নাই
কেন তোমরা তা বুঝছো না !


যখন হয় জ্বর সর্দি কাশী
মেডিকেল চেকআপটা কর ;
অবহেলা না করে সকলেই
টেষ্ট করে ঔষধ খাওয়া ধর ।


ঘন ঘন হাত দোও স্প্রে কর
হ্যান্ডশেক কেউ আর করনা ,
চলার পথে মাস্ক পড়ে নাও
সাবধান হও , ভয়  পেওনা ।


ভেদাভেদ ভুলে সকলের
ত্যাগ স্বীকার করতে হবে ,
মানুষের বাঁচার উপযোগী
এ বিশ্বটাকে রাখতে হবে  ।