ভয়াল সে এক কাল রাতের স্মৃতি
প্রতিক্ষণে জাগায় মনে ভীতি ,
রাতের নিস্তব্ধতা ভেঙ্গে গর্জায়
হায়নার অস্ত্র তীব্র প্রতিহিংসায় ।
ঊনিশো একাত্তরের পচিশে মার্চের রাত
অপারেশন সার্চ লাইটের রাত ,
গণহত্যায় মেতে ওঠে পাক হানাদার
ঢাকার রাজপথে লাশের পাহাড় ।
আধুনিক অস্রে সজ্জিত ছিল ওদের হাত
বাঙ্গালী নিধনের বীভৎস সে রাত ,
নিরস্ত্র পথচারী মানুষের মৃত্যুর আর্তনাদ
বাঙ্গালীর অন্তরে জাগে তীব্র প্রতিবাদ ।
বিভীষিকাময় সে রাতের স্মৃতি ,
বাঙ্গালীর অন্তরে জাগে মুক্তির আকুতি ;
দৃপ্ত শপথে জাগে বাঙ্গালীরা ,
পেয়ে সে কালরাতের প্রেরণা ;
গড়ে ওঠে প্রতিরোধ দেশজুড়ে
আসে স্বাধীনতার ঘোষনা ।