অমাবস্যার রাত কাটবে কখন ? আছি প্রতিক্ষায় ,
কখন ফুটবে ভোরের আলো  ? আছি অপেক্ষায় ;
এখনও এখানে আধার কালরাত ঘোর অমানিশা ,
অন্ধকারে পথিক হারায় তার চেনা পথের দিশা ।
দৈত্য দানোয় ভয় নাই বটে ভয় হয় মানুষেরে ,
রক্তলোলুপ দস্যুরা ঘাপটি মেরে থাকে অন্ধকারে ;
ওরা খুনী ধর্ষক ওরা নেতা ভক্ষক, অন্ধকারে থাকে ,
অমাবস্যায় ওদের দেখা পাবে পথের আকেবাকে ।
সাবধান তাই সাবধান ভাই করনা পথ হারাবার ভয় ,
রাত কাটবে উঠবে নতুন সূর্য ,ভয়কে করলে জয়  ।