ত্রস্ত হরিণীর মত নিজেকে লুকাও
অবগুন্ঠনে আড়াল কর মুখখানি,
এক পলকের দৃষ্টি মুগ্ধ করে দাও
ভরা যৌবন তোমার টলমল জানি।
উচ্ছল উদ্দাম তুমি ছুটিয়া বেড়াও
চঞ্চলা ষোড়শী দুষ্টু মিষ্টি পল্লী বালা,
প্রাণের উচ্ছাসে তুমি ভালবাসা দাও
প্রিয় মানুষের লাগি গাঁথো ফুল মালা।


হঠাৎ উদয় হল দস‍্যু রত্নাকর
এলোমেলো করে দিল জীবন তোমার,
ভেঙ্গে দিল সে তোমার সাজানো বাসর
জীবনে লাগলো রঙ দুঃখ বেদনার।
ভুল মানুষেরে মন দিয়ে দিশেহারা,
কলঙ্কের দাগ লেগে হলে সর্বহারা।