(১)
চৈতালি তোর আলসে নামা দুপুরে মেঘ নিঙড়ে বৃষ্টি দেবো,মাতাল হাওয়া মাখবো গায়ে, তোর দুচোখে করবো নেশা, পিঁড়ির পরে শুয়ে।
(২)
চৈতালি তুই সন্ধ্যে হলে পিলসুজে দিস বাতি,
তোর আকাশে কাব্য লিখি-
তোর কাছে হাত পাতি।
(৩)
চৈতালি তুই আমার জন্য রাখিস খুলে চুল,
দুঃখ হলে তোর কপালে ছোঁয়াবো আঙুল।
(৪)
চৈতালি আজ আমার বড্ড মন খারাপের দিন,
হীন হবো হীন- ভুলবো আজি সকল সমীচীন।
(৫)
মন্দ হবো?দোষ কি তাতে?
দুঃখ দিলাম তোর দুহাতে-
যত্ন করে রাখিস,
আবার যেদিন মানুষ হবো- আড়াল করে দেখিস।