এই অশান্ত দিনে পরিশ্রান্ত ছায়ার নিচে আলোর বিরাম নেই-
শুধু অন্ধকার থুই চারপাশে,
আলো সব ছুটেছে অনন্তে।
অথৈ জলের ভীড়ে মরুর রুক্ষতা নেই-
ধরিত্রী যেন জীবন্ত ক্যাকটাস।
চোখের জলে শব্দ নেই,
চামড়া ছেঁকা ঘাম সব তারল্য।
কবিদের এপিটাফে একরাশ ফুল নেই,
স্যাঁতসেঁতে নেক্রোপলিসে কেউ একটা বুনো কবি নেই-
আছে সব বাঁশপাতা, ঘাসফুল, বাদামি তরুর- রুল।
অবনীর কোনো ঈশ্বর নেই,
সোনার নাকছাবি পরা একটা শান্ত মেয়ে সেই-
শ্রান্ত বিকেলের সংসারে কোনো সূর্য নেই,
একটুকু সময় নেই-নভেলার পাঠক নেই
এবং জীবনের কোনো লেখক নেই।