মরে যায় প্রেম;
শহরের নিভৃত কোণে লেগে থাকে জোছনা।
সমুদ্রের ওপারে লেখা আছে জীবন,
সংলাপ শেষে গোটাতে হবে সব।
যেমন তরঙ্গেরা বিষাদ সাগরে করে তোলপাড়,
নিতান্ত শহুরে বাতাসে নীল ব্যোমে নামে গাঢ় আঁধার,
মানবের প্রকোষ্ঠে খুব গভীর তেমন কোনো ভূত ব্যথা দেয়।
অজস্র কীট চারিদিক কুরে খায়,
বালিয়াড়ি ঢেউ,বেড়াল আর ফেউ-
সন্ধ্যার বিধিতে লেখা আছে কেউ।
মৃত্যুর পর দেখা হবে তার সাথে,
পরপারে; সময়ের অদৃশ্য বাঁধে...