এই ভারত মায়ের কোলে,
ঘুরছ তোমরা আজ সবে।
যাদের জন্য স্বাধীনতা লাভ,
মনে কি পড়ে না।


হে তোমরা ভারতবাসী,
স্বাধীনতা লাভের খুশি টুকু বহন করছ।
সে সব কাদের জন্য,
মনে কি পড়ে না।


ভারত মায়ের জন্য,
সুখ, সম্পদ, মা, বাবা, ভাই, ও বোন।
বিসর্জন দিয়েছে তারা,
মনে কি পড়ে না।


রঙিন স্বপ্ন তোমরা আজ দেখছ,
কাদের জন্য ভগৎ, সুভাষ, সুখ দেব।
এনারা ছিলেন বলে,
মনে কি পড়ে না।


ভারত মায়ের বক্ষ থেকে,
রক্ত গঙ্গা বয়েছে।
সে সব কাদের জন্য ছিল,
মনে কি পড়ে না।


কত মা বাবার কোল শূন্য হয়েছে,
কত ভারতবাসীর বলিদান।
কত মৃত্যু ভারত মায়ের স্বরনে,
মনে কি পড়ে না।


স্বাধীন ভারতে বসে,
তোমরা আজ আনন্দ ভোগ করছ।
কাদের জন্য ভগৎ, সুভাষ, সুখ দেব,
মনে কি পড়ে না।


কত মৃত্যু ভারত মায়ের স্বরনে,
ভাসিয়ে দিয়েছে জীবনটাকে।
সে সব কাদের জন্য ছিল,
মনে কি পড়ে না।


ব্রিটিশ মুক্ত তোমরা আজ ভারতবাসী,
খুশির স্রােতে আজ তোমরা ডুবে আছো।
খুশির মধ্যে মনে করো তাদের কেহ কে,
মনে কি পড়ে না।