সেই ছোট্ট বেলার গাছটির কথা আজও মনে পড়ে,
দৌড়ে গিয়ে আম কুড়োতাম হালকা একটু ঝড়ে।


ঝড় থামলেই আমগুলো সব নিয়ে আসতাম ঘরে
ঘরে এনে আম গুলো সব খেতাম মন ভরে।


সেই আমের স্বাদ আজও আমার জিহ্বায় লেগে আছে,
যদিও সে গাছটি নেই আজ  আমাদের কাছে।