গন্ধ সেদিন ওই আকাশে!
     শরৎ কালের ওই বাতাসে।
বসন্ত যখন পাখনা মেলে,
রঙিন পাপড়িতে আতর ঢেলে-
রামধনুতে মিশাচ্ছিল রঙ;
তখনও আমি বেরসিক, কানে শব্দ; ওই দূরে।


রঙ লাগেনি আমার ,
লাগেনি স্পর্শ তোমার।
শুধুই দেখেছি বসন্ত!
         বসন্ত! বসন্ত! বসন্ত!
সীমাহীন ফুলে ভরেছিল ভূবন,
তবু জ্বলেনি আলো, আমার বসন্তের।


লাগেনি দোলা, ওই বিশ্বদোলনার ;
চেয়ে দেখেছি রঙিণ ফুলে;
বসন্ত!  বসন্ত! বসন্ত!
কিন্তু তখনও আমার বসন্ত আসেনি।
আমার পালে দোলা লাগেনি ;
আমি ছুটেই চলেছি দূরে! দূরে! দূরে!
যেখানে বসন্ত আমার টুক টুক করে।
আজ সামনে আমার বসন্ত!
আমার ভালোবাসা, আমার আবেগ,
আমার বিষ মাখানো মুখ, খোলা শিশি।


ওই যে বসন্ত ডাকে আমায়!
হ্যাঁ এসেছে, এসেছে আমার বসন্তের হাতছানি!
আয়! আয়! আয়!
ওই যে আমার বসন্ত, চোখ নামালেই পৌঁছাবো।