নির্লিপ্ত উজ্জ্বল,
চেতনা--- ভেঙেছে মোনের রুদ্ধ দ্বার।
ছোট শিমুল চারা যেন ছুঁতে চাইছে
এক পূর্ন শিমুল বৃক্ষ।
চলেছে অজানা পথে রাস্তায়
শূন্য শরীর মোনের কিনারায়।


' ছোট আমি ' চলেছে ' বড় আমি'তে
মিশতে। ঠিক যেন নদী ছোট গতি শেষে
বিরাট গতিতে মেশে।
সমুদ্রের নীল গভীর জলে,
তার দেহ যত সম্ভব প্রসারিত করে
সমুদ্রের দুয়ারে।


স্বচ্ছতা, পবিত্রতা ত্যাগ করে জঞ্জাল পথে
যেন শুভ্রতা বেষ্টিত
                          আলোক রথে।
চলেছে স্বল্প আলো থেকে
বিশ্বলোকে বেঁকে, ছোট দেহ-মনকে ঢেকে।
বয়সের রঙে ও চেতনার ঢঙে।


দুই বাহুতে যৌবন যেন, দেহ গৌরবে সজীব হয়ে,
আমি চায়ছে আমারে মিশাতে।
ছোট আমি অন্ধকার শেষে---
ম্লান প্রভাতে শুভ্র বেশে
                    চলেছে বড় আমির দেশে।