আমিও তো ভালোবাসি ---
আমিও তো ভালোবাসি শরৎ মেঘের কাশ
মেঘলা দিনের আলো, ক্লান্ত জোৎস্নার মুখ
চিরসবুজ প্রান্তভূমি।
কিম্বা ভেসে যাওয়া তরী যা ফেরে না ঘরে
সেই পাখি যে উড়ে চলে দিগন্তে আমিও তো
তাদের ভালোবাসি।
আগুন লাগা পাহাড়, কিম্বা গলে যাওয়া বরফের কান্না।
যা জল হয়ে আমাদের পোড়ানো ঠোঁটে খানিক
আরাম দেয়। কিম্বা সেই মেয়ে যে
বুকে বাসা বেঁধে আজ উড়ে চলল অন্য লোকান্তরে তাকেও তো ভালোবাসি।


আমিও তো ভালোবেসেছি বসন্তের আলাপ,
পড়ে থাকা মেঘের আর্তনাদ, কবিবন্ধ্যা
সন্ধ্যাকালের প্রদীপ্তময় হৃদয়।
যার কান্নায় উদাসীন ক্যাঁচ ক্যাঁচ করা
কামনা সিংহ ভিজো পাখির মতো হা করে
চোখ ভেজায় ঠোঁটে।