ছোট্ট বেলায় অবহেলা করে
ছুড়ে দিলাম বাগানের ধারে,
কিছুদিন পর তারে দেখায়
তার কান্ডে পাতা ফেলায়,
বেড়ে যায় সে দ্রুত গতিতে।


এই দ্রুত বৃদ্ধির ফলে
আমার মালিক আমায় বলে,
উপড়ে দাও বগান থেকে
ফেলে দাও বাইরের দিকে
থাকলে করবে বাগানের সর্বনাশ।


অদৃশ্য এক সম্পর্কের টানে
মালিকের আদেশ না মেনে
রেখে দিলাম সেই বাগানেই,
হটাৎ মনিবের রুষ্ট নজর
পড়ল এসে আমার উপর,
করল আমায় কার্জ
থেকে বহিষ্কার।


মালিক বলল মিস্টি হেসে
পয়সা নিয়েছ আগের মাসে
এবার তুমি বিদেয় হও।
ওখানেই আমার শেষ দেখা
তার জীবনের শেষ দেখা।



বিঃ দ্রঃ - এটি আমার প্রথম কবিতা। সম্পূর্ণ পুরোনো যুগের ভাবনা সাবলীল।