ভাবনা আজ বহুমুখি কাজের খোঁজে খোঁজে
আমিও আজ রাত্রের দুঃখে বালিশে মুখ গুঁজে।
ভাবছি আমার অতীত জীবন, বন্ধুদের সব হাসি---
আমিও এবার বিদায় জানাবো, বলবো তাদের আসি।
পড়াশুনোর জীবন আমার একেবারেই শেষে,
আগামীতেও হেরেই যাচ্ছি, টাকার এই রেশে।
চায়না আমি বি.এড করতে, চায়না আরামে থাকতে
সময়ই তো চেয়েছিলাম, পারলে দিও -আমার হাতে।
বুঝলাম আমি অনেক কষ্টে চালিয়েছ দিনগুলি
যে সময়ে এম.এ.তে, তখন জ্ঞানেতে ছিল ঠুলি।
এবারে আমি কোন পথে যায়, যে দিকে তাকায়;
শুধু পড়ে আছে ব্যার্থতা, আগামীর দিনমজুরির টাকায়।


বাবারও এবার হয়েছে বয়স, আর যে পারেনা;
আমিও এবার আমার সময় আর চাইতে পারিনা।
চাইলে হয়তো আবার খাটবে, জানি করবে না মানা,
তার হাতের তালুতে আগুন,তা আর পারবো না।


খুঁজতে গেলেই বুকে বাজে, ব্যাথা যে লাগে মনে
বাবাকেও এবার বিশ্রাম দি, চায় প্রতিটি ক্ষনে।
বলবো কি আর পীড়া লাগে, বাবার কাটা হাতে
ওই হাতেতেই কাজ করেছে, হারেনি তবু তাতে।
ছেলেকে সে যে শিক্ষা দিয়েছে, মনে তার এই শান্তি-
সেই ছেলে যে তোমার বেকার বাবা, কিনেছে অশান্তি।
অনেক কষ্টে এত উপরে উঠিয়েছ যে আমায়
আমিও এবার কিছু করতে তাই, চললাম চেন্নাই।
শুনেছি সেখানে বারো ঘন্টায় তিনশো দেয় জুরি---
কালকের ট্রেনেই চেন্নাইয়ের পথে, করতে দিন মজুরী।


ভেবে আমি জেনেছি এদ্দূর ছিলই আমার কোটায়,
ভাবনা শেষে বালিশ দেখি ভিজেছে জলের ফোঁটায়।