খুব পরিচয়, মেশামেশি।
শেষ ব্যাঞ্চের পাশাপাশি।
কালো চোখের আলোর দিশা।
পরণে শাড়ী, কুইনাইন মিশা।
দুল রয়েছে কানের ঘরে,
বসন্ত যে তার খোপার পরে।
শ্যামবর্ণা, রঙিন ঠোঁটে,
লালবর্ণ বেজায় খাটে!
চোখে চশমা, হাতে কাঁকন
মৃদু দৃষ্টি, ঠোঁটের কাঁপন!
দেহে সে যে কোমলে-বিমল,
মনের মাঝের পূর্ণ কমল!
ফুটেছিল, বিঁধেছিল আমায়,
নির্ভৃতে, গোপনে, নিরাশায়!
দেখেছিলাম এই পৃথিবী অলিক,
হারিয়েছিলাম পুরাতনে, হয়েছিলাম প্রেমিক!
নতুন আলো নতুন আশা,
দেহে রোমাঞ্চ, অনুভবে ভালোবাসা!
হেসেছিলাম, দেখেছিলাম, ওই মুখে;
চেয়েছিলাম মহানন্দে-মহাসুখে!


গিয়েছিলাম পাশে পারিনি হায়!
বলতে। নিদারুন হৃদে, সে চলে যায়!
আমি চেয়েছিলাম ওই কালো চুলে,
ফিরে দেখেনি সে, গিয়েছে চলে।
চেয়ে থাকি আজও ওই আকাশে,
পূর্ন চাঁদ যদি আমার আবার আসে।