আমি আপনার বন্ধু, এই পাড় হতে ওই পাড়ে চায়।
মাঝখানে তার আপন মনে খরস্রোতা বয়ে যায়।


দেখি ;
       সকাল-দূপুর-বিকেলবেলার কাজে ---
ক্লান্ত নদীও, পথিকের কাছে নতুণ করে সাজে।
               কলকল তার হাসির খেয়া ঘাটে,
পাথর চেরা সিঁথিতে যে তার পূর্ন আভাস ফোটে।
      বিকেল বেলার সূর্য্য যে তার সিঁথিতে চড়াই আলো;
রাত্রিকালে পূর্নিমা দেয় পূর্ণ চাঁদের আলো।