পাড়ার ধারের গলির বাঁকে
সেই বাঁকেতে এক ঝাঁকে
পায়রা পোকম , কাক ডাকে।

মাথায় মনি হাতে করে
গল-গল-গল বুকের ভরে
সাপ মামনি গানটি ধরে
'ও তোরা আছিস কেমন ওরে!'---
সুরটি দিয়ে হাঁকে।
ওই, গলির মোড়ের বাঁকে।
যেখানে কাক ডাকে।


সন্ধ্যাবেলায় সিংহ মামা,
চুপি চুপি দেয় হামা---
বলে বেড়ায় পাড়ায় পাড়ায়,
রাত্রেবেলায় হরিণ খেলায়-
নিয়ে কলসি কাঁকে, গলির আঁকেবাঁকে
ওই যে যেথায় পায়রা পোকম,
কাক খুড়োটি ডাকে।
গলির মোড়ের বাঁকে,
সন্ধ্যা যেথায় দিবানিশি রাত্রে আলো থাকে।
ওই যে মোড়ের বাঁকে।


সেইখানেতে আছে আমার, হাতি পিসিমনি;
লম্বা শুঁড়ে করে দিচ্ছে, পোস্তু ভাতে চিনি।
ফোফলা মুখে হাপুশহুপুস, মুখ যাচ্ছে বেঁকে ;
বলছে হেঁকে ডেকে---
আমি নাচছি তোমরাও নাচো আমার নাচন দেখে।
ওই যে যেথায় সাপ মামনি, চলছে এঁকেবেঁকে,
সেই গলিতে নাচছে সবাই হাতির নাচন দেখে।


কুকুর-বিড়াল, বাঁদর শিয়াল
করছে কানাকানি,
কাঠবেড়ালী ছাগলছানায়
করছে টানাটানি।
যেখানেতে সন্ধ্যা বেলায় কোকিল
বসে পাতে।
আমি হচ্ছি পিঁপড়ে বাবু, গলি-ঘরের,
চাবি আমার হাতে।
সবাই থাকি একসাথে, মোরা থাকবো একইসাথে।