সময় চলে নদীর সাথে ; শেষ নয় বুঝি এ পথ চলা
সেই ছোট্টটি আজ নেইকো আমি ; ছেড়েছি ধুলোখেলা
সময় আমাদের শত্রু নয় ; অমরত্ব এক অভিশাপ
নতুন বসন্তের সাথে বাড়ে ; মৃত্যুর আর এক ধাপ
জ্ঞানী নয় , তবে অভিজ্ঞ আমি ; হয়েছি সময়ের তরে
নির্জন দুপুরে লিখি কবিতা ; ক্লান্তির খাতা ভরে
পালিত আমি , তবু আমি জানি ; আশ্রয়দাতা মোর স্বজন
মৃত্যুর কাছ থেকে এসেছি ফিরে ; জানো বা এটা ক’জন


পক্ষীরাজ চেপে রাজকন্যা আনা – স্বপ্ন দেখিনা এমন
মিথ্যে এসব , বুঝলাম আমি ; চোখটি খুললো যখন
আমি লিখি শুধু আশা , ভাবি নিরাশা ; এসবই আমার গল্প
বন্ধুর জন্য বাড়াবো সাহায্যের হাত , এটাই আমার সংকল্প  ।।


তবে আমি জানি , সংগ্রাম আমি ; কারও বা ঝড়ে পড়া কান্না
কারও কাছে নিরাশা ; আবার কারও বা অশ্রু ঝরনা
আমি অন্যের জীবনের দুঃখের গল্প ; আমি মৃত্যুর শেষ কবিতা
আমারই জন্য কেউ বা বেছে নেয় ; আত্মঘাতীর শেষ পন্থা ।।


ওরা জানে ! যারা আমার সাথে ; এসেছে এতটা পথ
ডায়েরির পাতায় বন্দি হলেও ; ভাঙ্গেনি বন্ধুত্বের শপথ
ভালোবাসি আমি নিরাশার গল্প ; বিশ্বাসকে মানি দেবতা
মানুষ চিনতে হিজিবিজি লেখায় ; ভরাই ডায়েরির পাতা
আমি ছায়ারই মতো , অমর নই গো ; আলোই আমার জীবন
আলোয় থেকেও অন্ধকার আমি ; জানি না মরবো কখন ।।


অতীত জীবনে , প্রতিটি ক্ষণে ; থেকেছি ডুবে স্বপ্নে
করছো তুমি ভুল , দিতে হবে মাশুল ; বাতাস বলত কানে
পথের পাথর মনের কাঁকর ; বৃথা কেঁদেছি পরের তরে
যাকে ভাবলাম আপন , সেই ভাঙলো মন ; দেখেনি পিছন ঘুরে
সেই একা একা থাকা , চুপি চুপি দেখা ; আজকের সাফল্যের মূল দ্বার
নিজের ছবি এঁকে , মেরেছি গলা টিপে ; সহ্য করেছি সকল গুরু ভার ।।


তাই আজ আমি জানি , সংগ্রাম আমি , কারও বা ঝরে পড়া কান্না
শান্তির মাঝের অশান্তি আমি , কারও মৃত্যুর অন্যায় বায়না
আমি অন্যের জীবনের দুঃখের গল্প , আমি মৃত্যুর শেষ শয্যা
আমি সুখের শেষের অন্ধকার রাত , অন্যায়ের নির্লজ্জ লজ্জা ।।


জীবনের গনিতে – সময়ের ধ্বনিতে ,আপন বিয়োগই ভরা
লাভের খাতায় – বুকের ব্যাথায় , জীবনের হিসেব করা –
ভুলেছি এসব ,জানে ওরা সব , এসেছে যারা এতটা পথ
ডায়েরির পাতায় বন্দী হয়েও ,ভাঙ্গেনি বন্ধুত্বের শপথ  ।।


তবু অবকাশ পেলে , অলস মন প্রায় উত্তর খোঁজে
কার ভুলে দিতে হল মাশুল , ওঠা হল না আজও বুঝে
অতীত জানি যায় না ভোলা , থাক তবু সে সুখে
সইব একাই সকল ব্যাথা , বন্ধু চাই না এই দুখে
এই সভ্য সমাজ আজ ধ্বংসের পথে , অবাস্তব আজ আমাদের ব্যাথা
তাই  নেই অভিযোগ , শুধু প্রশ্ন – এ অশ্রু লুকাবো কোথা  ।।


তবু মাঝে মাঝে ভাবি , হয়ে আমি কবি – শুনেছে তা রাতের সোমী
গভীর রাতে – কল্পানার সাথে , ভাবি ! করি নিতো ভুল আমি !


ছন্দের সাথে কেটেছে দিন , ভাগ্যের সাথে করেছি খেলা
ঝরনার বুকে লিখে কবিতা , পথ চলেছি একলা
দীর্ঘদিন পর আবার ফিরে এলাম , সাহিত্যের এই জগতে
মৃত্যুর সুর দেব উপহার , ভালোবাসার সব গানেতে
সমাজের কাছে পাগল আমি , কারও বা ছিন্ন কবিতার অ্যালবাম
ওরা বলে আমার কানে কানে,আমিই নাকি সংগ্রাম ।।


ওরা বলে ! কেন ভাবো অতীতকে বন্ধু ,কেনই বা এ দীর্ঘশ্বাস
অন্যের নয় –এ শুধুই তোমার , ভাগ্যের পরিহাস
অন্যের হাতে কেন দাও সুখের দায়িত্ব , কেনই বা এমন প্রতিজ্ঞা
মিথ্যের জন্য কেন বা লড়াই ,কেনই বা এমন দাঙ্গা


তাই মাঝে মাঝে ভাবি , হয়ে আমি কবি – শুনেছে তা রাতের সোমী
গভীর রাতে – কল্পানার সাথে , ভাবি ! করি নিতো ভুল আমি !


আজ তোমাদের জগত,নেই আর আমার,তোমাদের কাছে আমি এক সন্ধ্যা
কাছের মানুষের চোখে বাঁধান স্বার্থের , চেনা পথ তাই গোলক ধাঁধা
বোধ হয় থেমে গেছে আয়ুর ঘড়িটা , দম দিতেও লাগে ভয়
মৃতরা হেসে ওঠে কানে কানে আজ – মৃত্যুর মন্ত্র কয়
তোমাদের জগতে সুখ খুঁজে যেতে , হোঁচট লেগেছে পায়
আজও বোধ হয় তার সেই ধোঁকা , বয় আমার শিরায় শিরায় ।।


তাই মাঝে মাঝে ভাবি , হয়ে আমি কবি – শুনেছে তা রাতের সোমী
গভীর রাতে – কল্পানার সাথে , ভাবি ! করি নিতো ভুল আমি !


প্রথম স্বপ্নরা আজকে স্বাধীন , আর ধরা দেয় না আমার হাতে
বাইরে বেরিয়ে দেখি দাঁড়িয়ে পৃথিবী , একরাশ শূন্যতার সাথে
দিয়ে তোমাদের সব ,আজ আমার কাছে , জন্মাতে স্বপ্নের বীজ
এসেছে আজ পাথরের বুক থেকে , তুলতে সুখের খনিজ
প্রথম এসেছিলো মধ্যকৈশোরে , পাগল করা ব্যাথার দিনে
এমনই গল্পের মাঝে-ছন্দের অজুহাতে , নিল শয়তানের থেকে কিনে
তোমরা বোঝ না ওকে , ভাব শুধু নিজেকে , দেখাও হাজার ছল
তবু বুঝি না আমি তোমাদের তরে ,কেন ওর চোখে জল !


তাই মাঝে মাঝে ভাবি , হয়ে আমি কবি – শুনেছে তা রাতের সোমী
গভীর রাতে – কল্পানার সাথে , ভাবি ! করি নিতো ভুল আমি !


জানি আমাকেও যেতে হবে ওপারের তীরে , মেটাতে অশরীরীর অপেক্ষা
ধোঁয়ার মৃদু জ্বালা পেরিয়ে –যাব মিলিয়ে , দিয়ে তোমাদের ধোঁকা
শোকের রনোরন করব উপেক্ষা ,ভরসা সাথে থাকা সৌমী
সব মোহ ছেড়ে অঘোর ঘুমে , সজ্জিত কবরদেশে আমি
তবে থাকবে মনে অন্তিমক্ষণে , এই সমাজের দেওয়া ধোঁকা
দুঃখ চেপে বুকে ছন্দের খোঁজে , পথ চলা একা একা ।।


ডেক্সের ওপর থাকে বই পড়ে , আমি অতীত সফরে
পূজোর প্রদীপ জ্বলে ঘরে ঘরে , আমি পড়ে অন্ধকারে
ওরা জানে – যারা আমার সাথে এসেছে এতটা পথ
মৃত্যুও কোনোদিন পারবে না ভাঙতে , আমাদের বন্ধুত্বের শপথ
আমার ভাবনাই ওদের ভাবনা , ওদের সাথেই আমার পথ চলা
আমার মৃত্যু ওদের শেষ শ্বাস , আমার কবিতাই ওদের কথা বলা
ওরা তথাকথিত সভ্য সমাজের –কোন অসভ্য নয় , নেই কোন অস্তিত্ব
ওরা আমারই আত্মার ছোট্ট খন্ড , আমার চোখের জলে ওরা সিক্ত
ওরা বিস্মিত জন্ম-মৃত্যুর প্রগাড় কৌতুকে ,ওরা বোঝে না মৃতের হাতছানি
আমি মধ্য রাতের গাঢ় অন্ধকারে বসে , ওদের কবিতা শুনি


তবু মাঝে মাঝে ভাবি , হয়ে আমি কবি – শুনেছে তা রাতের সোমী
গভীর রাতে – কল্পানার সাথে , ভাবি ! করি নিতো ভুল আমি !


মিথ্যে মিথ্যে করেছি প্রতিজ্ঞা ,বাস্তব ভুলিয়েছে মিথ্যে প্রেমের নেশা
জীবনের অমূল্য সময় করেছি নষ্ট ,দেখেও অবুঝ-স্বার্থপর ভালোবাসা
সত্যি আজ সংগ্রাম আমি , সবই হয়তো আমারই ভুলে
নিজের ভাগ্য- লিখতে তাই ,যাচ্ছি  বিদায়ের ছলে।।