বাঁশ কেনো ঝাড়ে, আয় আমার ড্যাশে
আমরা এখন পরে আছি আজব এক দেশে
চাকরি নেই শিল্প নেই - আছে শুধু বাতেলা
প্রতিবাদ করেছো তো তোমায় নিয়ে হবে ভীষণ খেলা


শিক্ষা সততা নিয়ে তুমি যতই হও আদর্শবাদী
চাকরি টা পাবেই দেখো কোনো এক্স মাওবাদী
মানুষ মরবে, দাঙ্গা হবে - থাকবে না তো শান্তি
প্রতিবাদ করলেই শুনবে তুমি ষড়যন্ত্রী


ভোটার গুলো বোকা পাঁঠা মারামারি করে মরে
দাদা দিদি দের ভীষণ ভাব, বৈঠক হয় ঠাণ্ডা ঘরে
যারা তোকে মারতে শেখায় মারবে তোকেও একদিন
কিছুই আর থাকবে না করার - বুঝবি সেটা যেদিন


কটা টাকা ভিক্ষা নিয়েই তুই খুশি থাক
আড়ালে নেতা গুলো পিছন মেরে করে দেবে ফাঁক
প্রতিবাদ করেছো তো জ্বলবে ঘর পড়বে লাশ
আর কতদিন গলায় পড়বি এই নোংরামির ফাঁস


সচেতন হও নইলে বুঝবে কেমন ঠ্যালা
চারি দিকে হচ্ছে শুধু নোংরামির খেলা
নচি দাও বেচে দিয়েছে কলম খানি তার
বুদ্ধিজীবী তেল মারবে টাকা পাবে যার


আসবে ভোট, বাজবে মাইক নাচবে তুহাত তুলে
খেলা হবে, খেলা হবে, খেলা হবে............