শব্দ গুলো মাথার মধ্যে ফুটছে, হচ্ছে রোজ সম্ভাবনার খুন,
বড়ো যদি তুমি চাইবে হতে, গাইতেই হবে বড়দের গুন !
লবি বাজি আর রাজনীতি না শিখলে পারবে না দিতে কাজের প্রমাণ !
মাঝে মাঝে ভাবী এই শতাব্দী তে আমি বড়ো বেমানান  !


ভালো যদি তুমি চাইবে বাসতে, বলবে কথা হিসেব কষে
একটু যদি বেহিসেবী হয় তাহলেই শুনবে কথা, দুঃখ পাবে অবশেষে !
এত্ত বেশি  পেশাদারী যুগে, ওষ্ঠাগত আমার প্রাণ,
মাঝে মাঝে ভাবী এই শতাব্দী তে আমি বড়ো বেমানান  !


নেতার দের তুমি পোদ চাটবে, পা চাটাবে অফিসের বস,
সোজা ভাবে বাঁচতে চাইলে পুরো জীবন খানাই লস !
পিছনে যদি ঠেকা না থাকে পারবে না করতে নিজেকে প্রমাণ
মাঝে মাঝে ভাবী এই শতাব্দী তে আমি বড়ো বেমানান  !


ভালোবাসবে, অধিকার জন্মাবে - বলে ফেলো যদি দু চার কথা,
এমন কিছুর পাবে হিসেব, পাবেই পাবে মনেতে ব্যথা !
মানুষে মানুষে দ্বন্দ্ব বিভেদ, মনের মাঝে নেই টান
মাঝে মাঝে ভাবী এই শতাব্দী তে আমি বড়ো বেমানান  !


মান হুশ আজ বিসর্জিত - যন্ত্র মানুষ সবাই
অগ্রগতি নাকি একেই বলে - সব কিছুই উপস্থিত - শুধু মনুষত্বের কামাই !
উল্টো স্রোতে ভাসতে গেলে ধর থেকে বেরোবে  প্রাণ
মাঝে মাঝে ভাবী এই শতাব্দী তে আমি বড়ো বেমানান  !