যানি আবার কোনোদিন, কোনো এক পথ মাঝে,
আমাদের হবে দেখা আবার - নতুন কোনো সাজে;
নতুন করে হবে পরিচয় নতুন আশা নিেয়
হাত বাড়িয়ে ধরবে হাত সম্ভাষণ জানিয়ে;


হয়তো তুমি বলবে সেদিন তোমার মনের কথা,
জানবে নাকো তবুও তুমি আমার মনের ব্যাথা,
হয়তো তুমি চাইবে যেচে আমার কথা যানতে,
আমি তখন বোবার মতো পারবো না কিছু বলতে;


থাকবে চেয়ে আঁখির পানে, হাতটি রেখে আমার হাতে,
চোখেতে আমার নামবে ধারা, ধোয়াতে দুঃখটাকে.।