নীল আকাশের দেশে, নীল নীলিমায় ভেসে,
আমি উড়ে যেতে চাই আমার স্বপ্নপুরীর দেশে,
যেথায় ঘুমিয়ে আছে আমার ভালোবাসার ছবি,
মন বলে সেথায় যেতে, গেলেই ভালোবাসা পাবি ।


হৃদয় মেলে আমি শুধু বাসতে চাই ভালো,
ভালোবাসা কাঙাল মনেতে নেই কোনো আশার আলো,
ভালোবাসতে বাধা নেই - চাই যেতে এমন দেশে,
পাবনা কী আর ভালোবাসা, ব্যর্থ হবে জীবন শেষে?


এমন দেশের সন্ধান পাবো কী কখনও আমি?
যেখানে কেউ ভালোবাসবে আমায়, তার কাছে সেটাই দামী;
এমন দেশের সন্ধানেতে হয়তো আমার জীবন হবে শেষ,
থাকবো নাকো আমি, থাকবে আমার ব্যর্থতার অবশেষ ।


বড়ই একা একা লাগে আমার ভালোবাসা ছাড়া,
দিন যায় রাত যায় - হয়ে পড়ি দিশেহারা,
এমন দেশের সন্ধান কি কেউ দিতে পারবে কোনো দিন?
ভালোবাসা পাবো আমি, সেথায় ভালোবাসা হবে স্বার্থহীন ।।