আকাশ জুড়ে শুরু হল হঠাৎ ঘনঘটা,
মধ্যে মধ্যে রয়েছে সাথে বৈদ্যুতিক আলোকচ্ছটা,
বছরের প্রথম বর্ষনে আনন্দিত প্রকৃতি,
লিখছি আমি কবিতা - যদিও নইকো আমি কবি ।
শুনতে পেলাম হঠাৎ মেঘের গুরুগম্ভীর আওয়াজ,
এসো আজ বৃষ্টি ভিজি ফেলে রেখে সব কাজ,
বৃষ্টির শীতল স্পর্শ যখন ছুঁয়ে দিচ্ছে মন,
ঠান্ডা হওয়ায় যাচ্ছে কেপে হৃদয়েরই কোন,
বৃষ্টি ভিজে পড়ছে মনে ছোটে বেলার স্মৃতি,
দাদুর কাছে শোনা গল্প হয়নি বিস্মৃতি ।


ঝড় বৃষ্টির অনেক ব্যখ্যা পড়েছি বড় হয়ে,
দেব অসুরের যুদ্ধের গল্প তবু আছে হৃদয় জুড়ে,
ইন্দ্রের ওই বজ্র আর পবন. দেবের হাওয়া,
ছোটো বেলার কত স্মৃতি সময় স্রোতে হারিয়ে যাওয়া ।
প্রকৃতি আমাদের মাতৃ সমান - আমরা তারই সন্তান,
তার কোলে খেলতে যেতে মন করছে আনচান ।
সময় স্রোতে ভেসে যাওয়া স্মৃতি, আর যা গেছে চুরি,
দুঃখ ভুলে একসাথে সব খাওয়া যাক খিচুরী ।


আজ বর্ষার প্রথম বর্ষন ভড়িয়ে দিল মন,
হয়তো আমার কথাও ভাবছে বসে আমার আপনজন,
বৃষ্টির এই জল হাওয়া, আর প্রিয়জনের ভাবনা,
ভুলিয়ে দেবে হৃদয় থেকে যত রকম কান্না;
প্রকৃতির প্রেম এখন চলো উপভোগ করি তাই,
কবিতার ইতি এখানেই খোলা জানালার দিকে চাই ।