বৃষ্টি বৃষ্টি বৃষ্টি - এই প্রান জুড়ানো বৃষ্টি,
অবশেষে মিলল দেখা স্নিগ্ধ শীতল বৃষ্টি,
তীব্র দাবদাহের ঘটালে অবশেষ,
করিলে তৃষ্ণার্ত সৃষ্টির দুঃখ শেষ ।


এই বর্ষন মুখর দিনে,
গান জেগেছে আমার প্রানে,
পাচ্ছি নাকো মনের সুর,
তুমি আছ আমার থেকে আজ বহুদুর ।


আকাশে বিদ্যুতের ঝলকানি,
তার সাথে সঙ্গদানে মেঘের কড়কড়ানি,
এদের মাঝে আছে প্রবল শীতল হাওয়া,
যাচ্ছে পড়ে আজকে মনে তোমার চলে যাওয়া ।


বর্ষার আগমনে আনন্দে মুখরিত ধরনী,
কেমন আছি আমি একবার ফিরেও দেখোনি,
প্রকৃতির ভালবাসা নিয়েই হৃদয় রাঙাই আমি,
চাই শুধু এটাই ভাল থেকও তুমি ।


আজি বর্ষণ, মেঘের ঘর্ষন - মুখরিত পৃথিবী,
ছন্দের ভুল মার্জনীয় , আমি নই কোনও পোষাকী কবি,
খাতা কলম বন্ধ রাখি, করি সবার সুখ কামনা,
উপভোগ করি প্রকৃতির প্রেম, বন্ধ করে মোর ভাবনা ।