আর কতকাল থাকবি মাগো - আনন্দময়ীর রুপটি ধরে ?
বিপথগামী ছেলেদের উদ্ধার কর - এই প্রার্থনা তোমার তরে,
ভূ ভারতে আজ খুনোখুনি, কালো বাজারির রমরমা,
আনন্দময়ীর বসন ছেড়ে, আজ খড়গ তুলে নে রে মা ।

সাজছে সাধু গেরুয়া পড়ে, নেই কো কোনো ত্যাগ,
শুষ্ক বুলি সম্পদ আর মনেতে শুধুই ভোগ ।
কোরান বানীর ভুল ব্যাখ্যায় হচ্ছে তারা মৌলবাদী,
মৌলবাদের প্রতিবাদে মরছে লেখক, মরছে কবি ।


এসেছিলি যখন তুই, ছিল না খ্রীষ্টান হিন্দু মুসলমান,
তখন ছিল শুধুই মানুষ - আজ হারিয়ে যাচ্ছে ঈমান ।
মানুষ আছে আজ কেও শুধু মান হুঁশের অভাব,
ধ্বংসলীলায় মত্ত তারা - চাইবি না কী এর জবাব ?


ছদ্মধর্মনিরপেক্ষতা আর ভন্ডামীতে ওষ্ঠাগত প্রান আজ,
রাজনীতির বাইরে পরধর্মসহিষ্ণুতা - মানতে সবাই নারাজ,
রামকৃষ্ণদেবের 'যত মত তত পথ' আজকে ইতিহাস,
নোংরা রাজনীতি, অধার্মিকের ধর্ম জ্ঞানে প্রান হাঁসফাঁস ।


ভারতের এই দুর্দিনে তুই আয় মা ভয়ংকরী,
শয়তান দমনে অস্ত্র হাতে তুলে নে মা আনন্দময়ী,
মানবতার ধর্মে প্রান দিতে,   আয় আর একবার চিন্ময়ী,
সুন্দর মাতৃভূমির প্রতিষ্ঠা করে যা মা সনাতনী ।।