তুমি যখন চুপ থাকো থেমে যায় বাতাস,
তুমি না চাইলে আমার দিকে ব্যঙ্গ করে আকাশ,
বলে সে অহংকারে এই কী রে তোর ভালবাসা -
তোর দিকে ফিরেও চাহে না তোর প্রত্যুশা ।


আমি তখন বলি তারে - ওরে পাগল শোন্
চোখ না ফিরালেও আমার দিকেই থাকে তার মন,
আমার প্রতি তার ভালবাসার নাইতো কোনো শেষ,
সে-ই কান্না, সে-ই হাসি, সে-ই সূচনা, সে-ই অবশেষ ।
আমার জন্য তার ভালবাসা আমিই পারিনি মাপতে,
সীমাহীন ভালবাসা দিয়ে সে শিখিয়েছে নতুন করে হাসতে,
ওরে আকাশ থাক্ তুই একা - পেয়েছি আমি ভালবাসা,
আমার জীবন আমার মরন - সে-ই আমার প্রত্যুশা ।।