যদি কখনও ফিরে আসো দেখবে তেমনই আছি,
শত বেদনা বুকে নিয়েও প্রান খুলে রোজ হাসি,
হয়তো নেই ভালবাসা, আছে অভ্যাস আর কিছু পাগলামি,
তোমার স্মৃতি বুকে নিয়ে আজও রয়েছি আমি ।
অগোছালো ঘড়, ময়লা বালিস আর একটা মাউথ অর্গান,
হাজার ভীড়েও ঝাপসা আমি, ফিকে হয়ে যাওয়া স্লোগান ।
আজও মনে পড়ে মাঝে মাঝে তোমার দেওয়া সেই চিঠি,
বৃষ্টির রাতের প্রথম চুমু, প্রথম প্রেম তুমি সুপ্রীতি ।


তোমার হাই স্ট্যাটাস, নেই অবকাশ, একলা ঘড়ে আমি,
আজ সিলং-এ, কাল আসামে - হানিমুনে তুমি,
ফেসবুকে সেলফি, হাজারও লাইক, আজ তুমি ইঞ্জিনিয়ার,
আমি ভবঘুরে, তোমায় ছেড়ে হতে পারিনি ডাক্তার ।
আপন খেয়ালে ছুঁয়ে দিয়েছিলে আমার এই হৃদয়,
ভাঙ্গলে হৃদয় ইচ্ছামতো , আমি আজও স্বপ্নময় ।
একলা ঘড়ে কবিতার খাতায় কত বিচিত্র আঁকিবুকি,
সরষে ক্ষেতে জড়িয়ে ধরা, প্রথম প্রেম তুমি সুপ্রীতি ।


সেদিন যেদিন দেখলাম তোমায় কৃষ্ণ সায়ারের পাড়ে
ছিলাম দাঁড়িয়ে আমি এক কোনে, চাইছিলাম যেতে মরে,
না মরলেও আমার জীবন অন্ধকার হল সেদিন এক নিমেষে,
না মরে বেঁচে থাকা, কষ্ট কতটা - যানলে না একবার এসে ।
পার হও তুমি, চারচাকার কাঁচ ঢেকে, আমি দাড়িয়ে ফুটপাতে,
আজও বিরহে, চোখের জলে নিদ্রাহীন রাত্রি কাটে,
হাত ধরে হেঁটে যাওয়া, বুকে ভালবাসা, আরও কত খুনসুটি,
না চাইলেও মনে পড়ে তোমায়, প্রথম প্রেম তুমি সুপ্রীতি ।।