প্রাণের মাঝে আছে এক শহর বর্ধমান,
দুর্গাপূজা মানাই যেমন তেমন রমজান !
পীর বাবা খক্কর শাহ'র আশীষ নিয়ে মাথায়,
১০৮ মন্দিরে জল ঢালি, মা গঙ্গা যার জটায় !
প্রাণের শহর বর্ধমান, মহাবীরের ভূমি,
Western, Hip-hop, Rabindra Najrul - সব কিছুই শুনি !
গানের শহর, প্রেমের শহর - ঐতিহ্যে ভরা
কমলাকান্তের "মা" "মা" ডাকে - ভক্তি ভাব ভরা !


মন খারাপ? চিন্তা কি? চলো সদর ঘাটে যাই
দামোদর এর সূর্যাস্ত - মন ভরে ফুচকা চাট খাই !
আছে যেমন মস্তি বন্ধু - আছে তেমন নলেজ
ইউনিভার্সিটি - MBC - আর মেডিকেল কলেজ !
টাউন, সি এম এস, ওমেন্স কলেজ - রাজ, বিবেকানন্দ
এই শহরে সস্তা খাবার, সবার মনে আনন্দ !


কত প্রেম ভাঙ্গে গড়ে টাউন হলের মাঠে,
ক্রিকেট ফুটবল একসাথে পাবে বয়েজের মাঠে !
নীল শাড়ি মেরুন প্যান্ট - আরও কত জুটি
শীত এলেই কৃষ্ণসায়র - ফুল মেলা দেখতে ছুটি !
শহরের শোভা বাড়িয়ে, কার্জন গেট সবার মাঝে,
বিরহাটা মায়ের আশীর্বাদে সফল হবে সকল কাজে !
ক্লক টাওয়ার, উৎসব ময়দান  - হয় প্রচুর মেলা
কঙ্কালেশ্বরী চলে এসো - সময় পেলে বিকেল বেলা ।


যেমন আছে বড়ো মসজিদ, রামকৃষ্ণ মিশন আর ভারত সেবাশ্রম
সর্ব ধর্ম সমন্বয় - শহর বর্ধমান প্রকৃষ্ট উদাহরণ!
মঠ, মিশন, মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, চার্চ
নার্স কোয়াটার, উল্লাস মোড়ের চা খেলেই পুরো ফুল চার্জ !


সাইকেল নিয়ে চুল উড়িয়ে যায় কত সুন্দরী,
পেয়ে যাবে বর্ধমানে চিপ অ্যান্ড বেস্ট বিরিয়ানি !
অলিগলি ফুচকা স্টল - পরোটা স্পেশাল কাকা,
পকেট খানি সামলে রেখো, কখন হয়ে যাবে ফাঁকা !
সায়েন্স সেন্টার, গোলাপবাগ - আছে রমনা বাগান
সর্বমঙ্গলা মন্দির দেখে, দেখো তুমি কামান !
চাঁদ সওদাগরের শিব আছে - আছে বিজয় বাহার
সীতাভোগ,  মিহিদানা - আরো নানান রকম আহার !


ইস্টবেঙ্গল ক্লাব নাই, তবে আছে মোহনবাগান
রানির মাঠে জিম পাবে, কম নয় অরবিন্দ স্টেডিয়াম !
বুড়ির বাগানে কোন সে বুড়ি? বাদামতলায় নাই বাদাম
টিউশন টাও জমিয়ে ভাই - আছে কত স্যার ম্যাডাম !


বর্ধমান মানে আবেগ আর বর্ধমান ভালবাসা
বর্ধমানে পাবে নতুন আশা, কাটবে সব নিরাশা
বর্ধমানে মিলেমিশে থাকে সবুজ গেরুয়া লাল -
বেশিরভাগ মানুষই ভালো এখানে - শুধু কিছু জাল !
এক পৃথিবী লেখা যায় - নিয়ে শহর বর্ধমান
আমরা সবাই মিলেমিশে রাখবো এর মান !