তুমি যদি শিখতে চাও, শিখে নাও অন্য ভাষা
আমি বাংলায় কথা বলতে চাই সারা বিশ্বময়,
তুমি ইংরেজি বলবে, হ্যাট কোট পড়বে তুমি
বাঙালিয়ানায় সাজব আমি করব বাংলা জয়।
আমার এগারো জন ভাইয়ের রক্তে রাঙানো বাংলা
গুলিতে ঝাঁঝরা করেছিল তাদের সতেজ দেহ
নেতিয়ে পড়ল তারা ঐ শিলচর রেলওয়ে স্টেশনে
তাই আমি শুধু এই বাংলাই বলব অর্নগল,অহরহ।
আমার প্রতিবাদী ভাইয়ের জমে যাওয়া লাল রক্তে
আমি দেখেছিলাম স্পষ্ট লেখা তাতে বাংলা ভাষা,
নিথর দেহগুলো দেখে মনে মনে শুধু বলেছিলাম,
আমি এই বাংলা বলেই মিটিয়ে নেব সকল আশা।
তবুও যদি তুমি অন্য ভাষা বলতে চাও,বলতে পার
এই বাংলা ভাষা আর আমি জড়িয়েছি মায়াজালে,
আসামের বরাক উপত্যকাকে কেউ ভুলবে না
এ গণ আন্দোলনের হয়েছিল ১৯ মে,১৯৬১ সালে।