বাইরে বেরোলে চারিদিক শূন্য লাগে।
হয়ত পৃথিবী আবার জন্ম নেবে.....।


মাটির গন্ধ আজ আর পায় না জগৎবাসী
বিশ্ব জুড়ে শুধুই সবুজ পেয়েছে হ্রাস,
দাবানল, অগ্নুৎপাতে পুড়ছে বন জঙ্গল
বনের সৌন্দর্যেরা প্রতিমুহুর্তে হচ্ছে ত্রাস।


বৃক্ষচ্ছেদন,বিভিন্ন দূষণ করেছি প্রতিনিয়ত
হয়রানি করেছি প্রকৃতি আর পরিবেশকে,
স্বাদ আল্লাদ মেটাতে,ভুলেছি পরিবেশের কথা
এইভাবেই হয়ত শাস্তি দিচ্ছে সে বিশ্ববাসীকে।


বেশি গাছ লাগাব আর এ দূষণ করব রোধ
চারিদিকে দেখবে শুধু সবুজে সবুজ হয়েছে,
বাতাসের বিশুদ্ধতা আমাকে দেবে নতুন প্রাণ
ঠিক তখনই দেখো পৃথিবী আবার জন্ম নিয়েছে।