সেদিন রাতে যে মেয়েটি আমাকে 'শুভ রাত্রি' বলেছিল
কথা দিয়েছিল, এক সহস্র বছর একসাথে হাঁটবে ....
ক্ষুদার্ত ভ্রমরের মতো ভালোবাসার যন্ত্রণায় ডুবতে চেয়েছিল,
আজ সে বেঁচে আছে কয়েক আলোকবর্ষ দূরে, বড্ড একাকী।
আজ মেঘের গর্জনে হৃদয়ের মৃদু কম্পন উপলব্ধি করে না সে,
জানে না সে, আমিও বেঁচে আছি কোনো নীরব দুপুরে ...
কথা হয়, গাছেদের সাথে, সবুজের সমারোহে বিলিয়েছি প্রেম ...
সেদিন রাতে যে মেয়েটি একরাশ অভিমান উগরে দিয়েছিল
এই নোংরা সমাজতন্ত্রের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে......
কথা দিয়েছিল, পরিবর্তনের নিয়ম নিজ হাতে সাজাবে
আজ সেই মেয়েটিই লাশ কাটা ঘরে স্বপ্ন বুনছে...... ।
সে কথা রাখেনি, কাপড়ের দৃঢ় বন্ধন আরও দৃঢ় হয়েছিল।
এদিকে আমার প্রেম আজ গোধূলির রং মেখেছে।
সেদিন রাতে যে মেয়েটির চোখের জল বর্ণ লিখেছিল
আজ সেই মেয়েটির মৃত্যু দিন।


০৮/০৪/২০২২


প্রকাশিত আপনজন পত্রিকায়